আয় বৃষ্টি

আয় বৃষ্টি ঝেঁপে ধান দেবো মেপে সঙ্গে দেবো মান ভাসিয়ে দেবো বুক ছাপিয়ে তিলোত্তমার গান আয় বৃষ্টি আয় ঘরের মধ্যে আয় লক্ষ চোখের কান্না ভাসুক পথের আঙিনায় আয় বৃষ্টি বুকে বেঁচে উঠবার সুখে প্রতিবাদটি যত্ন করে লালন করিস বুকে আয় বৃষ্টি মাথায় কথায় ও রূপকথায় আয় সঙ্গে থাক আদরে আর ভালবাসায় হাতটি ধরে থাক ১৫ সেপ্টেম্বর ২০২৪ ডালাস

তিলোত্তমা অভয়া

যেখানে তাঁর পড়েছে পা সেইখানে রক্তের ছাপ লেগে আছে যখন টিপেছে তাঁর গলা সেখানেই থেমেছে সময় ঠোটের পাশ দিয়ে গড়িয়ে পড়তে পড়তে রক্তের শীর্ণকায় অসহায় শ্রোত বন্ধ্যা মরা পাথরের শরীরে জন্ম দিয়েছে এক বেজন্মা অসহ্য জ্বালা সেই জ্বালা ক্রোধ হয়ে বড়রাস্তা উপচে এর ওর জানলা দরজা হাট করে খুলে দিয়ে প্রাসাদের ভেতর থেকে চুল ধরে হিড় হিড় করে টেনে বাইরে বের করে নিয়ে আসছে রাজাদের রানিদের মাফিয়া পারিষদ দের এভাবেই - মধ্য রাতে ভোর হয় একা নয় সকলের সাথে একসাথে পাখীটির ডানার আদরে লক্ষীর পায়ের ছাপ গৃহস্থ বাড়িতে বার বার ফিরে ফিরে আসে আর তখন সে ঘুমাতে যায় নিশ্চিন্তে চিরঘুমে .. ৩ সেপ্টেম্বর ২০২৪ ডালাস

দায়

১। আচ্ছা - এভাবে কতোদিন ? সত্যিই কি কিছু হবে ? ওরা ব্যাপক শক্তিশালী - রুথলেস আমরা কি পারব ? রাত্রি গভীর হলে উজ্জ্বল নিওনের ছায়ায় মাথা দপদপ করে ব্যারিকেডের ওদিকে কিছু উর্দিধারি ভিখারি ব্যাকগ্রাউন্ডে দাবা আর বোড়ের চাল আর হাইরাইজের ওপর থেকে শ্যেন দৃষ্টিতে নজর রাখছে শকুনের দল আমরা কি পারব ? ২। যে মরেছে সে তো মরে বেঁচে গেছে আর্ত চীৎকার করে সপাটে থাপ্পড় মেরে দিয়ে গেছে শিশুটির মত এক পবিত্র শব তাকে পোড়াবার দায় তার চিতার আগুনে এই রাজপথ শুদ্ধ করবার অতলান্ত দায় ৩। চিতায় যখন উঠেছে সম্মান হিসাব দিতে হবেই রাজপথে বাসরটিতে জমুক কালো ধোঁয়া নিঃশ্বাস নিতে কষ্ট হলে হোক ম্লান হয়ে যাক উর্দি, জমা খাতা গেরুয়া নীল সবুজ ও লাল - সব রাজপথকে শুদ্ধ করার দায় আমার শপথ তিলোত্তমার কাছে ৩ সেপ্টেম্বর ২০২৪ ডালাস

পতাকাগুলো সরিয়ে নাও

পতাকা গুলো সরিয়ে নাও আমার লাগছে যখন তোমাদের উল্লাস শকুনের দৃস্টিতে চেটেপুটে নষ্ট করছিল সবকিছু উর্দির অন্তরালে শ্মশানের অন্ধ দাবানলে তখন আমার চোখের জল রক্ত হয়ে গড়িয়ে পড়ছিল নর্দমায় তোমরা চেয়েও দেখোনি কোনোদিন বরং বাসরে ঢুকিয়ে দিয়েছো কালসাপ তাই এখন আমার সমস্ত শরীরে ছোবলের দাগ বিষক্রিয়ায় নীল - ঠোঁট ভুরু সেই দিন বেহুলা মরেছে বাংলার রাজপথে লক্ষীন্দরের বুকে মাথা রেখে তোমরা কেউ চেয়েও দেখো নি ! তাই আজ পতাকা গুলো সরিয়ে নাও আমার ভীষণ লাগছে ৮ সেপ্টেন্বর ২০২৪ ডালাস

বিশ্বাস

যে একসাথে রাত জাগে তার নেহাত আটপৌরে স্পর্শ - গভীর আদর রাতভোর গায়ে - হাতে পায়ে - মাথার উস্কোখুস্কো চুলে জড়িয়ে থাকে - তাকে বন্ধুতা বলি আর তেত্রিস বছর ধরে যে যে কথা রাখবার ছিল আর যে যে কথা রাখে নি কেউ - কোনোদিন তাতে - নীল-সাদা লাল সবুজ গেরুয়া রং অশ্লীল ভাবে লেগে থাকে ঈশ্বর কিম্বা বন্দুকের নল থেকে নয় রংহীন আদর আর বন্ধুতার গর্ভ থেকে আজন্ম বিশ্বাসের ভ্রূণ জন্ম হোক ১২ সেপ্টেমম্বর ২০২৪ ডালাস

ভেলা

যে ভেলা ভেসেছিল একদিন লক্ষীন্দরের দংশিত শবদেহ নিয়ে বেহুলার দুচোখের জল হয়ে তাতে আজ লক্ষ লক্ষ মুখ তাতে আজ লক্ষ লক্ষ মুখ অবুঝ ইচ্ছের মত তারা দাঁড়িয়ে আছে যৌবনের পবিত্র বিশ্বাসে রাজপথে - রান্নাঘরে - বৃস্টির অঝোর কান্নায় তিলোত্তমার বুকে মাথা রেখে তারা অপেক্ষায় আছে ১৫ সেপ্টেম্বর ২০২৪ ডালাস

মিছিলের সেই মুখ

মানুষ খুঁজছে মিছিলের সেই মুখ হাতে হাত ধরে উষ্ণতা ছুঁয়ে আছে ভেঙে গেছে সব লজ্জা ভয়ের আড় রাজপথ জুড়ে ভালবাসাদের বাড়ি এই বাড়িটিতে জানলা দরজা খোলা অবারিত দ্বার যখন যেভাবে খুশি এসো - নিয়ে এসো সমবেত উচ্ছাস পূণ্য সলিলে ভাসাবো অক্ষৌহিণী পূণ্য সলিলে ভেসেছে চন্দ্র ডিঙা চেনা চোরাশ্রোতে ভূল হবে না কো আর মানুষ পেয়েছে মিছিলের সেই মুখ বোনের দিব্বি - ফেরত যাবে না তো কেউ মানুষ পেয়েছে মিছিলের সেই মুখ বোনের দিব্বি - হারাবো না তোকে আর ১৬ সেপ্টেমম্বর ২০২৪ ডালাস

রংহীন ক্যানভাস

কোন রং দেবো এই আকাশের গায়ে কিম্বা নদীতে অথবা অদৃশ্য বাতাসের গায়ে ? কিম্বা মানুষের অসহ্য বেদনায় পড়ে থাকা মরা মুখটির প্রতি অসহায় অপরাধ বোধে ? মরা মুখটিকে বুকে নিয়ে শহরের অলি গলি রাজপথ স্টেশন রোড আর প্রান্ত স্টেশনে ক্লান্তি ঝুলিতে ভরে বাড়ি ফেরে ক্ষত বিক্ষত যে অসময় কোন রঙে আঁকব সেই ছবি ? বরং এই সব গ্লানি আর অপরাধবোধ নিয়ে জন্ম হোক ধু ধু শাদা এক নতুন ক্যানভাস আর শয়ে শয়ে রংহীন রঙীন পাখীরা এসে জড়ো হোক হাত ধরাধরি করে এর ওর উত্তাপ তুলিতে নিয়ে এঁকে দিক বিচারের দৃপ্ত অঙ্গীকার কি রঙে আঁকব এই ছবি রংহীনতার কাছে সমস্ত রঙের বেসাতি আজ বড় ফিকে লাগে ১ সেপ্টেম্বর ২০২৪ ডালাস 

রাজপথের কথা - ১

১। যে সিংহাসন কাঁদতে শেখেনি তার আর কোনো প্রয়োজন নেই তাকে ধুলোয় মিশিয়ে দাও পৃথিবী শান্ত হবে যে ঈশ্বর তোমাকে জড়িয়ে ধরতে পারে নি তাঁর গর্ভগৃহ বন্ধ্যা তাতে আলো জ্বলে না তার অঙ্গনে বিষাক্ত শ্বাপদের বাস আর সভ্যতার যে অহংকারী অট্টালিকা রাজপথের সামনে নতজানু হতে শেখেনি তার প্রাঙ্গণ আগাছায় পরিপূর্ণ থাকে তাকে আমি ঘৃণা করি ২৩ সেপ্টেম্বর ২০২৪ ডালাস

রাজপথের কথা - ২

মেয়ে ঘুমালো চোখের জলে উঠবে না তো আর শহর জুড়ে জ্বলছে চিতা জ্বলছে অঙ্গীকার মায়ের চোখে বৃষ্টি পড়ে বাপের বুকে ব্যাথা ব্যাথার নাম পথ তাহার বুকে লেখা হচ্ছে নতুন ভবিষ্যৎ যেখানে তাঁর পড়েছে পা সেইখানেতেই দ্রোহ মুছবে যত - মুছবে কতো ? মুছতে পারো সব ? মায়ের চোখে বৃষ্টি পড়ে বাপের বুকে ব্যাথা ব্যাথার নাম পথ - মুছবে যতো - বোনের দিব্যি তাহার বুকে আঁকবো ভবিষ্যৎ ২৫ সেপ্টেম্বর ২০২৪ ডালাস