আয় বৃষ্টি ঝেঁপে 
                 ধান দেবো মেপে 
সঙ্গে দেবো মান  
ভাসিয়ে দেবো বুক ছাপিয়ে 
                 তিলোত্তমার গান 

আয় বৃষ্টি আয় 
               ঘরের মধ্যে আয় 
লক্ষ চোখের কান্না ভাসুক 
               পথের আঙিনায় 

আয় বৃষ্টি বুকে    
            বেঁচে উঠবার সুখে
প্রতিবাদটি যত্ন করে 
            লালন করিস বুকে  
             
আয় বৃষ্টি মাথায় 
               কথায় ও রূপকথায় 
আয় সঙ্গে থাক 
আদরে আর ভালবাসায় 
               হাতটি ধরে থাক 




১৫ সেপ্টেম্বর ২০২৪ 
ডালাস