যে ভেলা ভেসেছিল একদিন 
লক্ষীন্দরের দংশিত শবদেহ নিয়ে 
বেহুলার দুচোখের জল হয়ে 
তাতে আজ লক্ষ লক্ষ মুখ 

তাতে আজ লক্ষ লক্ষ মুখ 
অবুঝ ইচ্ছের মত তারা দাঁড়িয়ে আছে  
যৌবনের পবিত্র বিশ্বাসে  
রাজপথে - রান্নাঘরে - বৃস্টির অঝোর কান্নায় 
তিলোত্তমার বুকে মাথা রেখে 

তারা অপেক্ষায় আছে  



১৫ সেপ্টেম্বর ২০২৪ 
ডালাস