যে একসাথে রাত জাগে তার
নেহাত আটপৌরে স্পর্শ - গভীর আদর
রাতভোর
গায়ে - হাতে পায়ে - মাথার উস্কোখুস্কো চুলে
জড়িয়ে থাকে
- তাকে বন্ধুতা বলি
আর তেত্রিস বছর ধরে
যে যে কথা রাখবার ছিল
আর
যে যে কথা রাখে নি কেউ - কোনোদিন
তাতে -
নীল-সাদা লাল সবুজ গেরুয়া রং
অশ্লীল ভাবে লেগে থাকে
ঈশ্বর কিম্বা বন্দুকের নল থেকে নয়
রংহীন আদর আর বন্ধুতার গর্ভ থেকে
আজন্ম বিশ্বাসের ভ্রূণ জন্ম হোক
১২ সেপ্টেমম্বর ২০২৪
ডালাস
বিশ্বাস
যে একসাথে রাত জাগে তার