মানুষ খুঁজছে মিছিলের সেই মুখ 
হাতে হাত ধরে উষ্ণতা ছুঁয়ে আছে 
ভেঙে গেছে সব লজ্জা ভয়ের আড় 
রাজপথ জুড়ে ভালবাসাদের বাড়ি 

এই বাড়িটিতে জানলা দরজা খোলা 
অবারিত দ্বার যখন যেভাবে খুশি 
এসো - নিয়ে এসো সমবেত উচ্ছাস 
পূণ্য সলিলে ভাসাবো  অক্ষৌহিণী
 
পূণ্য সলিলে ভেসেছে চন্দ্র ডিঙা 
চেনা চোরাশ্রোতে ভূল হবে না কো আর 
মানুষ পেয়েছে মিছিলের সেই মুখ 
বোনের দিব্বি - ফেরত যাবে না তো কেউ  

মানুষ পেয়েছে মিছিলের সেই মুখ 
বোনের দিব্বি - হারাবো না তোকে আর


১৬ সেপ্টেমম্বর ২০২৪ 
ডালাস