আমাকে তুমি অনেক দিয়েছো জটাধারী অশ্বথ গাছ - বুকভরা নদীগর্ভ মাতৃস্নেহ সাতমহলা বাড়ি - সন্তান - ভালবাসবার মত নারী স্পর্শ করবার মত প্রসারিত হাত নিঃস্বাস নেবার মত সবুজ বাতাস আকাশের ঘন নীল রঙ উদাসী বিকেলে ডুব দিয়ে খুঁজে পাওয়া কুমিরডাঙ্গা - হারানো আলপথ আর মোহনবাগান লেন মিলেমিশে আমাদের ছেঁড়া খোঁড়া পূর্ব কলকাতার সরকারি আবাসন মায়াবী আলো মেখে গোল্লাছুট সিলিকন ভ্যালি আমাকে তুমি অনেক দিয়েছো তাই তোমাকে দেবার জন্য খুঁজে এনেছি - এই দ্যাখো জন্মঘুনসী আর জড়িয়ে রাখা আঙুলের নির্ভরতা ডালাস