দুহাত পেতে বসে আছি যেমন ছিলাম শৈশবকাল থেকে যেমন ছিলাম শহর উঠোনটিতে ইষ্টিকুটুম বৃষ্টি জলে নৌকো ভাসান দিতে যেমন ছিলাম ট্রামলাইনের ধারে শুকিয়ে যাওয়া কৃষ্ণচূড়া - রাধাচূড়ার একলা হওয়ার ভারে যেমন ছিলাম সবার মধ্যে একলা বহমান গঙ্গা হাওয়ায় সেই দুপুরে ভাসিয়ে ছিলাম আমার নাড়ির টান ফিরে আসে নি কিছুই - ফিরে আসে না - এই কথাটা বুঝিয়ে দিয়ে যায় বাজু বন্ধে জলের দাগ খোদাই হলে মধ্যরাতের স্বপ্ন নিভে যায় ডালাস