সূর্য চায়নি একফোঁটা রোদ ফিরে
পাখিরা শুধুই বিলিয়েছে কুঞ্জন
রাজপথ তার বুক পেতে শুয়ে আছে
মাতৃআদরে ঘুমিয়েছে সন্তান
বৃক্ষ চায়নি ছায়ার মূল্য কিছু
বাতাস খোঁজেনি স্পর্শের উত্তর
বৃষ্টি নেমেছে কপালে চিবুকে ঠোঁটে
ছোট নদীখনি ভেঙেছিল দুই পাড়
ভেঙে দেওয়াটাই অভ্যেস ছিল তোর
যখন যা চাই নিয়ে নেওয়া সবটুকু
সবটুকু মানে সমস্তকিছুই চাই
যা যা তোর আর যা যা তোর নয় কোনদিনও
সূর্য বৃক্ষ বাতাস বৃষ্টি আর
শিশুটির হাঁসি নারীর অশ্রুজল
আদরের ভাগটিও
ডালাস
জন্মদাগ ২৬
সূর্য চায়নি একফোঁটা রোদ ফিরে / পাখিরা শুধুই বিলিয়েছে কুঞ্জন