দুঃখ করার ধাত নেই আমার একটুও 
তোমার জন্য নিজের জন্য কিংবা অন্য কারো 

বড় রাস্তায় ধুলোর সঙ্গে ফুল পাওয়া যায় 
জমে থাকে আলোকিত সময়ের দাগ 
আমি তার ফুটপাথে হাঁটি 
দোকানের কাঁচে মুখ দেখি 
আর খুব কান্না পেলে – 
ভিড়ের মধ্যে আরো জোরে পা চালাই 
কষ্ট করে হারিয়ে যাই – হারানোটাই মানায় 

দুঃখ করার ধাত নেই আমার 
তোমার জন্য নিজের জন্য কিংবা অন্য কারো  

ডালাস