জন্মলগ্নে লেগেছে দাগ তোকে ছেড়ে কোথায় যাব বল ? পায়ে পায়ে জমা জল পেরিয়ে ফেরার ঠিকানায় হলুদ ট্যাক্সি প্রান্তিক স্টেশন অকথ্য গালাগাল অল্প আলোয় সিগারেট কেনা তারপর অনেকটা হেঁটে আঁকাবাঁকা পিচপথ পেরিয়ে পুকুরপাড়। পুণ্যিপুকুর – বলা কথা না বলা উচ্চারণ এরপর বাকি থাকে শেষ ট্রেনে বেপাড়ার চেনা মুখ সাথে নিয়ে বাড়ি ফেরা – জলপায়ে – পকেটে কলম আর একবুক পাথর নিয়ে বাড়ি ফেরা জন্মলগ্নে লেগেছে দাগ তোকে ছেড়ে কোথায় যাব বল ? ডালাস