পলাশ দেখলেই আমার পা আঁটকে যায় 
থমকে দাঁড়ায় সময় আর একছুট  প্রান্তিক স্টেশন 

পলাশ দেখলেই আমার বুক কেঁপে ওঠে 
ঠোঁট কামড়ে আঙুল রক্ত 
আর হৃদয়জোড়া অনাবিল পাপ 

পলাশ দেখলেই তাকে  তুলে নিই 
স্বার্থপরের মত 
যাতে তোকে পরিয়ে দিতে পারি 

পলাশ দেখলেই আজকাল দুদন্ড দাঁড়িয়ে থাকি 
মনে হয় আর একবার যদি 
ঠিক ওখান থেকেই সব শুরু করা যেত 


ডালাস