নদী তোমার জন্ম কোথায় ?

নদী তোমার জন্ম কোথায় ? - একুল গিয়ে মেশে যেথায় অন্য কূলে ঠিক সেখানে সেইখানেতে নৌকো চলে ? জাহাজ টাহাজ ? - জাহাজ তো নয় কাগজ রঙের নৌকো করে দলছুট এক কিশোর ছেলে ভাসতে ভাসতে … ভাসতে ভাসতে … ভাসতে ভাসতে কোথায় গেল? কোন শহরে ? - এ চর থেকে অন্য চরে ঢেউ মাথায় নামহীন আর গোত্রছাড়া এক মোহানায় … হারিয়ে গেল ? মোহানাটির ভিড়ের মধ্যে পথ হারালো ? - হারিয়ে যেতে বেরিয়েছিল - ...

বাস্তুভিটা - ছিলো কোথায় ?

বাস্তুভিটা - ছিলো কোথায় ? - নদীর পাড়ে - ক্লান্ত বটের ঝুরির গায়ে হেলান দিয়ে ঘুমিয়ে থাকা পাখীর বাসায় বাসা মানে ? - বাসা মানেই - বাবুই বাসা জড়িয়ে ধরে আদর করে জলের মতন ভালোবাসা ভালোবাসতে শিখলে কবে ? কেমন করে ? - চোখ খুলতেই নারকোল গাছ কীর্তন গান দীঘল পুকুর জন্ম সাঁতার ইশকুলঘর এদের সঙ্গে গল্প করে গল্প করে সেসব কিছু মনে পড়ে ? খাতায় লেখো? - মনে পড়ে না এখন কিছুই কেটে গিয়েছে যে ঘুড়ি তার ...

রাস্তা তোমার বাড়ি কোথায় ?

রাস্তা তোমার বাড়ি কোথায় ? - দুচোখ যেথায় গেছে সেথায় সেথায় তোমার আর কে থাকে ? - অনেক লোকে - যারা সবাই হারিয়ে গেছে নদীর বাঁকে হারিয়ে গেছে ? কেমন করে ? - যেমন করে হারায় সবাই গড়তে গড়তে ভাঙতে ভাঙতে তারা কি আর ঘরে ফেরে না ? - ফিরতে ভীষণ চেস্টা করে সন্ধ্যা হলে ঘরের কথা মায়ের কথা মনে পড়ে ফিরতে পারে ? - ঠিক জানি না বরং দেখি সন্ধ্যা আরো গভীর হলে ...