রাস্তা তোমার বাড়ি কোথায় ?
- দুচোখ যেথায় গেছে সেথায়
সেথায় তোমার আর কে থাকে ?
- অনেক লোকে -
যারা সবাই হারিয়ে গেছে
নদীর বাঁকে
হারিয়ে গেছে ? কেমন করে ?
- যেমন করে হারায় সবাই
গড়তে গড়তে ভাঙতে ভাঙতে
তারা কি আর ঘরে ফেরে না ?
- ফিরতে ভীষণ চেস্টা করে
সন্ধ্যা হলে
ঘরের কথা
মায়ের কথা
মনে পড়ে
ফিরতে পারে ?
- ঠিক জানি না
বরং দেখি
সন্ধ্যা আরো গভীর হলে
অচেনা মুখ চেনার মতন জড়িয়ে ধরে
রাস্তা তোমার বাড়ি কোথায় ?
দুচোখ যেথায় অচেনা মুখ চিনতে শেখায়
অক্টোবর, ২০২৩