বাস্তুভিটা - ছিলো কোথায় ?
- নদীর পাড়ে -
ক্লান্ত বটের ঝুরির গায়ে হেলান দিয়ে
ঘুমিয়ে থাকা পাখীর বাসায়
বাসা মানে ?
- বাসা মানেই - বাবুই বাসা
জড়িয়ে ধরে আদর করে
জলের মতন ভালোবাসা
ভালোবাসতে শিখলে কবে ? কেমন করে ?
- চোখ খুলতেই
নারকোল গাছ
কীর্তন গান
দীঘল পুকুর জন্ম সাঁতার
ইশকুলঘর
এদের সঙ্গে গল্প করে গল্প করে
সেসব কিছু মনে পড়ে ? খাতায় লেখো?
- মনে পড়ে না এখন কিছুই
কেটে গিয়েছে যে ঘুড়ি তার
সুতোর খবর কজন রাখে ?
বাস্তুভিটা এখন কোথায় ?
- হারিয়ে গেছে
ইছামতীর ক্লান্ত চড়ায়
এখন তবে কোথায় থাকো ? পড়শি কারা ?
- দুচোখ গিয়ে মেশে যেথায়
অন্য চোখে
সেটাই এখন বসতবাড়ি
পান্থশালাই বাস্তু বাড়ি