আমাকে দাও
তোমার অন্ধকার আমায় দাও / আমি তাতে গাঢ় রং আলপনা দেব
তোমার অন্ধকার আমায় দাও / আমি তাতে গাঢ় রং আলপনা দেব
একসময় একটি দলে ছিলাম / গলা মেলাতাম চেনা শোনা সূরে
আসলে বলবার মতন কথা বড় কম
তিনি বহুরূপী /তাই আমি তাঁর কাছ থেকে রূপটান শিখি
যেভাবে চলে যেতে হয় / সেভাবেই যেও
দেওয়াল জুড়ে আঁকা রয়েছে আমার শৈশব
যার কাছে কথা বলতে শিখেছিলাম
এভাবে সন্ধ্যা নামে শহরের ক্লান্ত কপালে
সত্য বলতে পারি না তাই
ঠিক যা যা শোনবার কথা -
মেঘ বলেছে যাবো যাবো / যাক - যেদিক পানে দুচোখ যায় যাক
অজান্তেই দেখা হয়ে গেল
আমার সমস্ত বিশ্বাস তোমায় দিলাম
কেউ কেউ চলে যায় না
অনেকেই চলে গেছে
যদির কথা নদীতে যায় - যাক
চেনা পথে ঘাটে চেনা ছিনতাইকারী