সত্য বলতে পারি না তাই
আড়ালে আবডালে মধ্যরাতে
কবিতার তাঁবেদারি করি
শব্দের তুলিতে আঁকি
বাংলার ফেলে আসা অনাবিল মুখ
শূণ্য গেলাসের মতো রাজপথে
ফেলে দিই ভাঙা অঙ্গীকার
আর - পড়ে থাকে দুচোখ কালো করে জমে থাকা
একরাশ অসহায় মেঘে ঢাকা তারা
- তার দিকে তাকাতে ভয় করে
তখন অঙ্ক কষি
কতো ধানে ঠিক কত মণ
"মন" কেনা যায়
সত্য বলতে পারি না তাই
আড়ালে আবডালে মধ্যরাতে
কবিতার তাঁবেদারি করি
ফেব্রুয়ারি ২০২৪
ডালাস
জন্মদাগ ৪২০
সত্য বলতে পারি না তাই