আগুনের কোনো দেশ হয় না সে শুধু পোড়াতেই জানে পুড়ে গেলে মানুষ - মানুষ থাকে না . মৃতদেহ - "বডি" হয়ে যায় গায়ে সাড় - মুখে ভাষা থাকে না কন্ঠী কিংবা ফেজটুপি মন ও থাকে না তার লজ্জায় হারিয়ে যায় জাত ধর্ম - বাসি রক্তের দাগ যে আগুন জ্বালে আর যে তাতে পোড়ে দুজনের নাভিমূল একসাথে মিশে যায় গঙ্গায় - মৃত্তিকার প্রাচীন আঁধারে আগুনের কোনো ধর্ম হয় না পোড়া দেহ আর নাভীমূলের ও নয় কান্নারও নয় ডালাস