যার যাবার সে চলে যাবেই সেটাই তাহার পথ গ্রামের নামটি কুসুম কানন নদীর বুকে সর - পড়েছে তাই চাতক এসে বসে দুচোখ ভরে জলের ভারে অতলান্ত মুহূর্তটির জেগে থাকে - একলা হয়ে থাকে ধরে রাখতে যেও না তাকে ফুলের ভারে - ছবির দাগে উড়িয়ে দিও হাওয়ার সাথে যেমন ওড়ে পাখী ভাসিয়ে দিও বৃষ্টিজলে একলাটি বানভাসি যে যায় সে একলা যায় একলা করে যায় যে যায় সে একলাই যায় একলা করে যায় ডালাস