পূরানো জানিয়া চেয়ো না ...এলোমেলো ফ্ল্যাটবাড়িতে খসে পড়া পলেস্তারার গায়ে শস্তা আকাশী পোঁচ– পুরোন আসবাবে ধুলো ঝেড়ে – জানলা দরজা পরিষ্কার করে – পুরোন আল্নায় পাট করা পায়জামা পাঞ্জাবী – শাড়ি। বাথ্রুমে গিজার – সিঁড়ির আলো কেটে গিয়েছিল
যদি প্রেম দিলে না প্রানে ...যদি প্রেম দিলে না প্রানে – তবে আর কি – আকাশ গানে ভরিয়ে দিয়ে অন্য পথে চলেই যাবো একা – সঙ্গে নেব কাগজ কলম –অন্যমনা বইপত্তর –
অসূর্যম্পশ্যাপায়ের মধ্যে জড়িয়ে যায় পা জল জমেছে রাস্তা টলোমলো একটা দুটো পাপ করেছি আজ তোমার তাতে কি আসে যায় বলো ?
হেথায় তু রে মানাইছে না রে ...লোকের ঢল নেমেছে স্টেশনে – রোজ যেমন নামে তেমনই আর কি ... জোড়ে কিম্বা বেজোড়ে ঊর্ধ্বশ্বাসে দৌড় – গ্যালপিং পেলে শান্তি – দরজার ধারে একফালি হাওয়ায় গা লাগিয়ে মনটাকে বাইরে উড়িয়ে দেওয়া ...