ঠিকানা
রাস্তা যেখানে পৌঁছয় / সেটাই আমার ঠিকানা
রাস্তা যেখানে পৌঁছয় / সেটাই আমার ঠিকানা
তোমার অন্ধকার আমায় দাও / আমি তাতে গাঢ় রং আলপনা দেব
এই শহরে তিনি থাকেন / বড় রাস্তা ছাড়িয়ে গলিঘুঁজি পেরিয়ে
বাবা ছোটবেলায় আমাকে নিমগাছ চিনিয়েছিলেন
তিনি বলে দিয়েছেন কত ধানে ঠিক কত চাল হয়
এই রাজপথে এটাই মানায় অন্যকিছু বড় ফিকে লাগে
কুয়াশা থাক অন্য কোনো দেশে / অন্য কোথাও অন্য দেশে যাক
সুখ ছিল না অনেকদিন হল / এবার অসুখও হল তার
ভেবে দেখলাম দূরে থাকাটাই ভাল হে
যে মেয়েটা এক্ষুনি রাগ করে চলে গেল
জলের নাম তিতাস ছিল তার / বালুতে ছিল পূর্ণিমা রং আঁকা
যার যাবার সে চলে যাবেই / সেটাই তাহার পথ
আগুনের কোনো দেশ হয় না / সে শুধু পোড়াতেই জানে
একুশ মানেই জ্যান্ত সময় রক্ত ফোঁটা ফোঁটা
ফুটবল খেলার সময় কারুর মনে পড়ে নি / ক্রিকেট খেলার সময়ও না
আমাকে তুমি অনেক দিয়েছো / জন্মের শোধ নিয়ে দেগে দিয়েছো
একা চলা তো অনেক হল / এবার এসো এক সঙ্গে থাকি
এ শহরে আবার জন্ম নিক ক্রোধ
ফুটবল খেলার সময় কারুর মনে পড়ে নি / ক্রিকেট খেলার সময়ও না
অসুখ হয়েছে বলে / মা গঙ্গার নাম করে দিব্যি কেটেছ
ছুঁয়ে থাকতে গেলে
একদিন অনেক দূর হেঁটেছি তোর হাত ধরে
ভালবাসতে হলে কাছে আসতে হয়
তুমি ভাবছ এই ভাল হল / থাপ্পড় মেরেছি ওদের জং ধরা গালে
যেভাবে বলেছো ঠিক সেইভাবে / গুছিয়ে রেখেছি ঘর - গেরস্থালি