পিতৃতর্পণ
চার কাহারে বয়ে নিয়ে যায় - একটি সময়
চার কাহারে বয়ে নিয়ে যায় - একটি সময়
একুশ আমার এক গালে টোল অন্য গালে চুমু
যে নামেই ডাকো / আমি তাঁর গলার স্বর চিনি
এভাবে সন্ধ্যা নামে শহরের ক্লান্ত কপালে
ঠিক যা যা শোনবার কথা -
মেঘ বলেছে যাবো যাবো / যাক - যেদিক পানে দুচোখ যায় যাক
অজান্তেই দেখা হয়ে গেল
আমার সমস্ত বিশ্বাস তোমায় দিলাম
কেউ কেউ চলে যায় না
অনেকেই চলে গেছে
যদির কথা নদীতে যায় - যাক
চেনা পথে ঘাটে চেনা ছিনতাইকারী