
পূরানো জানিয়া চেয়ো না ...
এলোমেলো ফ্ল্যাটবাড়িতে খসে পড়া পলেস্তারার গায়ে শস্তা আকাশী পোঁচ– পুরোন আসবাবে ধুলো ঝেড়ে – জানলা দরজা পরিষ্কার করে – পুরোন আল্নায় পাট করা পায়জামা পাঞ্জাবী – শাড়ি। বাথ্রুমে গিজার – সিঁড়ির আলো কেটে গিয়েছিল – মিস্তিরিকে খবর দিয়ে নতুন বাল্ব … নতুন দুপাটি চটি– ভালো করে কেচে টানটান বিছানা – তুলোর মত তুলতুলে বালিসের ওয়াড়্ - আজ মেয়ে বাড়ি আসছে আমেরিকা থেকে … চার বছর পর … চার চারটে বছর … কিভাবে যে কেটে গেল! ...


