ঠিকানা
রাস্তা যেখানে পৌঁছয় / সেটাই আমার ঠিকানা
রাস্তা যেখানে পৌঁছয় / সেটাই আমার ঠিকানা
তোমার অন্ধকার আমায় দাও / আমি তাতে গাঢ় রং আলপনা দেব
একসময় একটি দলে ছিলাম / গলা মেলাতাম চেনা শোনা সূরে
আসলে বলবার মতন কথা বড় কম
নদী তোমার জন্ম কোথায় ?
- নদীর পাড়ে - ক্লান্ত বটের ঝুরির গায়ে হেলান দিয়ে
রাস্তা তোমার বাড়ি কোথায় ? - দুচোখ যেথায় গেছে সেথায়